কুমিল্লা স্টেডিয়ামকে ঘরের মাঠ করছে মোহামেডান!
ডেস্ক রিপোর্টঃ ক্যাসিনো কেলেঙ্কারিতে সবচেয়ে বড় ধকলটা গেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ক্রীড়াঙ্গনে নিজেদের সুনাম হারিয়ে খুঁজে ফিরছে অনেকদিন থেকেই। ঢাকার মাঠে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা গড়তেই পারছে না সাদা-কালো বাহিনী। তবে নিজেদের সুনাম ফিরিয়ে আনতে চেষ্টা করছে দলটি।
যার প্রথম কাজই হলো নিজেদের একটি মাঠ প্রতিষ্ঠা করার মাধ্যমে। এবারের প্রিমিয়ার লিগ ফুটবলে কুমিল্লা স্টেডিয়ামকে নিজেদেও ভেন্যু বানাচ্ছে মোহামেডান। ভেন্যুটি নেয়ার আগ্রহ জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছে মোহামেডান।
বাফুফের পেশাদার লিগের কর্মকর্তা জাবের বিন তাহের আনসারি এ খবর জানিয়েছেন। জনাব তাহের বলেন, ‘কুমিল্লা স্টেডিয়ামের বিস্তারিত রিপোর্ট আমরা নিয়েছি। কিছু সংস্কার হলে সেখানে পেশাদার লিগে খেলা হওয়া সম্ভব। মোহামেডানও সব দেখে স্টেডিয়ামটি ব্যবহারের ব্যাপারে আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছে। আশা করছি এবার প্রিমিয়ার লিগে মোহামেডানের হোম ম্যাচগুলো কুমিল্লায় হবে।’
কুমিল্লা থেকে উঠে আসা মোহামেডানের সাবেক অধিনায়ক বাদল রায় বলেন, ‘কুমিল্লা স্টেডিয়ামে আমার অনেক স্মৃতি। তাই ব্যক্তিগতভাবে কুমিল্লায় ভেন্যু নেয়ার ব্যাপারে আমার বাড়তি আগ্রহ ছিল। স্টেডিয়ামের অবস্থা ভালো। আশা করি মোহামেডান ভালো ফল করবে সেখানে।’
বাংলাদেশর ফুটবলে দুই প্রধানের মধ্য মোহামেডানই এই প্রথম ঢাকার বাইরে ভেন্যু নিল। এত দিন ক্লাবটি ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামই ব্যবহার করত। যেমনটা আগাগোড়া করে আসছে আবাহনী।
সূত্রঃ আমাদের সময়