অপ’রাধী কিশো’রকে স্কুলে ভর্তি করালেন কুমিল্লা কোতয়ালী থানার ইন্স’পেক্টর আরিফ

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা নগরীর কাটাবিল এলাকার জনি (১২) নামের এক কিশোরকে কিশোর অপরাধ করা থেকে মুক্ত করে কাটাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন কোতয়ালী থানার ইন্সপেক্টর আরিফ।

সোমবার (১৩ জানুয়ারী) স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও জনির পরিবারের লোকজনের উপস্থিতিতে ওই বিদ্যালয়ের ১ম শ্রেনীতে তাকে ভর্তি করা হয়।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) এস এম আরিফ জানান, কাটাবিল এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মিয়ার ছেলে জনি কিছুদিন যাবৎ বিনিভন্ন অপরাধ কর্মের সঙ্গে জড়িত হয়ে যায়, তার বাবা স্থানীয় একটি ডেকোরেটার দোকানে কাজ করে এবং মা মানুষের বাসায় কাজ করে কোনরকম সংসার পরিচালনা করেন। জনিকে পড়া-লেখা করানোর মতো সামর্থ তাদের নেই, পড়া-লেখায় না থাকার কারনে সে বিভিন্ন কিশোর অপরাধের সঙ্গে জড়িয়ে গেছে। জনির বাবা ও মামা বিষয়টি নিয়ে আমাকে অবহিত করলে, আমি ওই এলাকায় গিয়ে জনিকে আর কোন অপরাধ কাজে না জড়াতে বলে বুঝিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতিসহ জনির পরিবারের লোকজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কাটাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীতে ভর্তি করিয়ে দেই এবং জনির সকল পড়ালেখার ব্যয়ভার আমরা কোতয়ালী থানার পক্ষ থেকে বহন করবো বলেছি।

এবিষয়ে স্থানীয়রা জানান, ছেলেটি কিছুদিন ধরে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে গিয়েছিলো, কুমিল্লা কোতয়ালী থানার এমন মানবিক ও সহমর্মীতার ভূমিকা একটি পরিবার এবং ছেলেটির জীবন পাল্টে দিবে আমরা আশা করি।

আরো পড়ুন