হোমনায় তিন চিকিৎসকসহ করোনা সন্দেহে ৭ জনের নমুনা সংগ্রহ

কুমিল্লার হোমনায় তিন চিকিৎসকসহ করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৭ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।তাদের মধ্যে হোমনা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ৩ জন চিকিৎসক রয়েছেন। উপজেলা মেডিকেল টিম বৃহস্পতিবার আইইডিসিআরের নির্দেশনায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে।

পরে উপজেলা প্রশাসন ওই ছয়জনের বাড়ির অন্যান্য বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।এছাড়াও উপজেলার মঙ্গলকান্দি গ্রামের এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পুরো গ্রাম লকডাউন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আব্দুছ ছালাম সিকদার জানান, করোনা আক্রান্ত সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসকসহ ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের সবার সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথার উপসর্গ রয়েছে।

আরো পড়ুন