কুমিল্লা দেবিদ্বারে সন্ত্রাসীদের হামলায় নারীসহ ২ জন আহত
কুমিল্লা দেবিদ্বারে সন্ত্রাসীদের হামলায় নারীসহ ২ জন আহত হয়েছেন। গত ১২ এপ্রিল ২০২০ইং সন্ধ্যা ৭টায় উপজেলার চাটুলী এলাকার ইমাগাজী বাড়ির সামনের , গ্রামের চলা চলা রাস্তার উপর ঘটনা ঘটে।
আহতরা হলো দেবিদ্বার উপজেলার চাটুলী এলাকার আলী আহম্মেদের পুত্র মোঃ আল আমিন ও মোশেদ সরকারের স্ত্রী নারগিস আক্তার। এই ঘটনায় উপজেলার মিলিগ্রামের গ্রামের মৃত শাহেদ আলী সরকার আলী আহমেদ বাদী হয়ে দেবিদ্বার থানায় ৮ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
মামলার আসামিরা হলো উপজেলার চাটুলী গ্রামের মৃত শব্দর আলীর পুত্র আব্দুল কুদ্দুস (৫০), মৃত বাসু মিয়ার পুত্র আলাউদ্দিন (৪০), মোহাম্মদ আলাউদ্দিন এর পুত্র আওলাদ হোসেন (২০), সালাউদ্দিন এর পুত্র আবু তাহের (২৫), আব্দুস কুদ্দুসের পুত্র সোহেল মিয়া (২৫) ও শাকিল মিয়া (১৯), আব্দুস সালাম ব্যাপারে পুত্র দিদার মিয়া (৩৫), মৃত বাসু মিয়ার পুত্র মোঃ সালাউদ্দিন(৪৫)।
জানা যায় -পূর্ব শত্রুতার ধরে গত ১২ এপ্রিল সন্ধ্যা ৭ ঘটিকায় আলী আহমদের পুত্র আলামিন চাটুলি গ্রামের বাজারের উদ্দেশ্যে রওনা করে দেবিদ্বার চাটুলী গ্রামের ইমাগাজী বাড়ির সামনে আসা মাত্রই সন্ত্রাসীরা তার পথ রোধ করে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করলে সে প্রতিবাদ করায় এক পর্যায়ে কাটাকাটি হলে উল্লেখিত আসামিদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় আওলাদ হোসেন, আলাউদ্দিন ও আবু তাহের এর হাতে থাকা ধারালো ছুরি দ্বারা আল-আমিনকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। সোহেল মিয়ারহাতে থাকা ধারালো ছুরি দিয়ে আল-আমিনকে আঘাত করলে তার বাম চোখের উপরে নিচে বাম হাতে কাটা রক্তাক্ত জখম করে। আলামিন আত্মরক্ষার্থে চিৎকার শুরু করলে বাড়ি থেকে তার মা নার্গিস আক্তার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে মারধর করে। এসময় সন্ত্রাসীরা নার্গিস আক্তারকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে মাথার সামনের অংশে ডানে-বামে সময় তার পরনের কাপড় চোপড় ছিঁড়ে শ্রীলতাহানি করে।
মা ও ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীদের হামলায় আলী আহমেদ, মোস্তফা, আবুল হোসেনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত হয়। স্থানীয়রা তাদের চিৎকারে এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যাবার সময় প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
পরে আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে মামলা বাবি আলী আহমদ বলেন সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। তাদের ভয়ে এলাকা কেউই মুখ খুলতে সাহস পায় না। কেউ প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। তিনি আরো বলেন- সন্ত্রাসীরা আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে আমরা সহ এলাকাবাসী কুমিল্লা পুলিশ সুপার সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করাচ্ছেন।
এদিকে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এলাকাবাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।