চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে জুট মিল শ্রমিকদের সড়ক অবরোধ
কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছে জুট মিল শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নূরীতলা এলাকায় সড়কে টিনের বেড়া দিয়ে, গাছের গুড়ি ফেলে এবং টায়ারে অগুন দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয় আশা জুট মিলের শ্রমিকরা।
এতে উভয় পাশে অন্তত ছয় কিলোমিটার যানজট বেধে যায়। এক টানা প্রায় তিন ঘন্টা অবরোধ চলার পর সকাল ১১টায় মিল কর্তৃপক্ষ আগামী সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দিলে পুলিশের সহায়তায় অবরোধ তুলে নেয় উত্তেজিত শ্রমিকরা।
মিলের শ্রমিক আবু কালাম জানান, করোনার কারণে প্রায় দেড় মাস কাজ নাই। আমরা যতটুকু করি তাও যদি বেতন না পাই, তাহলে পরিবারের লালন-পালন করবো ক্যামনে। আজ ২ সপ্তাহ যাবৎ আমাদের বেতন দেয় না।
ওই জুট মিলের সিবিএ নেতা সুজন মুন্সি জানান, শ্রমিকদের মোট ১০ দিনের বেতন বকেয়া পড়েছে। এ নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একাধিকবার আলাপও করেছি। কিন্তু কিছু বহিরাগত উশৃঙ্খল মানুষের পরোচনায় এ ঘটনা ঘটিয়েছে শ্রমিকরা।
এ ব্যাপারে আশা জুট মিলের ম্যানেজার (এডমিন) মোহাম্মদ জালালের সাথে মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
সূত্রঃ নয়া দিগন্ত