ব্রাহ্মণপাড়ায় ইউপি মেম্বার করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া (৪নং ওয়ার্ড) মেম্বার গিয়াস উদ্দিন (তফদল মেম্বার) নতুন করে কোরনায় আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর করোনায় আক্রান্ত মেম্বারের বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
গতকাল ১৯ মে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার শিদলাই ইউপি সদস্য গিয়াস উদ্দিন (তফদল মেম্বার) এর শরীরে নতুন করে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া গেছে। কুমিল্লা সিভিল সার্জন কর্মকর্তার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা উল্যেখিত এলাকায় গিয়ে করোনায় আক্রান্ত ব্যাক্তিদের বাড়ি লকডাউন করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ ও অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ উপজেলায় এপর্যন্ত ৮ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ২জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।