কুমিল্লা জেলার ‘রেড জোনে’ সাধারণ ছুটি ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের ১০টি জেলার ২৭টি রেড জোন বা লাল অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ২১ জুন থেকে এই ছুটি কার্যকর হবে। ছুটির মেয়াদ কোথায় কেমন হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সাধারণত লাল অঞ্চল ঘোষণার দিন থেকে পরের ২১দিন ছুটি থাকবে। রবিবার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়।

জেলা ১০টি হচ্ছে চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর। এসব এলাকায় ২১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

করোনা সংক্রমণ ঠেকাতে সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে যে তিনটি ভাগে ভাগ করেছে সরকার। এগুলো হচ্ছে, রেড জোন, ইয়োলো জোন এবং গ্রিন জোন। এর মধ্যে রেড জোন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রয়োজন বোধে লকডাউন করার ঘোষণা ছিল আগেই। লকডাউন করা এলাকায় সাধারণ ছুটির ঘোষণার কথাটিও জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।’

এতে আরও বলা হয়, ‘লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।’

জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে বলেও আদেশ বলা হয়েছে।

কুমিল্লা জেলার এলাকাগুলো হলো:

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন অন্তর্গত ৩নং ওয়ার্ডের কালিয়াজুরি, রেইসকোর্স, শাসনগাছা, ১০নং ওয়ার্ডের কাউতলা, কান্দিরপাড়, পুলিশ লাইন, বাদুরতলা, ১২নং ওয়ার্ডের নানুয়ার দিঘীর পাড়, নবাব বাড়ি চৌমুহনী, দিগাম্বরীতলা এবং ১৩নং ওয়ার্ডের টমছম ব্রিজ, খিরাপুকুরপড়া ও দক্ষিণ চর্থা এলাকা। লাল অঞ্চল ঘোষণা হয়েছে ১৬ জুন থেকে। থাকবে ১৯ জুন রাত ১২টা ১ মিনিট থেকে ৩ জুলাই পর্যন্ত । সাধারণ ছুটি থাকবে ২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।

আরো পড়ুন