বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র সহ ৩ ডাকাত আটক
শুক্রবার দিবাগত রাতে কুমিল্লার বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিমসার-কংশনগর বাজার সড়কের পশ্চিম সিংহ গ্রামীণ টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে একটি মাইক্রোবাস ও অস্ত্র সহ ৩ ডাকাতকে পুলিশ আটক করে। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বুড়িচং থানায় শনিবার অস্ত্র ও ডাকাতি মামলা দায়ের করে এবং তাদের কে পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।
বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান শুক্রবার দিবাগত রাত ২.১৫ মিনিটে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ রাত্রি কালিন টহল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল সংঘবদ্ধ ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এসময় বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম নেতৃত্বে , দেবপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আজিজুল বারি নয়ন, এস আই ডালিম কুমার মজুমদার, এ এস আই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর কংশনগর বাজার -নিমসার সড়কের পশ্চিম সিংহ গ্রামীণ টাওয়ারের সামনে খালি জায়গায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি কালে পুলিশ তাদের ঘেরাও করে আটকে ফেলে।
তাদের সঙ্গে থেকে পুলিশ রাম দা, লোহার পাইপ, রড়, সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করে। আটকৃত ডাকাতরা হলো জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর সমেষপুর গ্রামের মোঃ শরীফ মিয়ার ছেলে মোঃ নাজমুল হাসান (১৯), আদর্শ সদর উপজেলার শংকরপুর গ্রামের মোঃ আলমগীর হোসেন এর ছেলে মোঃ শাকিল (২০), ব্রাহ্মণপাড়া উপজেলার পোমকারা গ্রামের মোঃ মফিজুল ইসলামের ছেলে সালাহ উদ্দিন (২০)।