কুমিল্লার গিয়াস উদ্দিন মানিক হলেন অতিরিক্ত ডিআইজি
এসপি গিয়াস উদ্দীন মানিক পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হয়েছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন মানিক অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।
মো. গিয়াস উদ্দিন ১৯৭৩ সালে কুমিল্লা জেলার বরুড়া উপজেলা ঝলম ইউনিয়নের শিংগুর গ্রামে জন্মগ্রহণ করেন। এ. কে. এম আইয়ুব আলী মিয়া। ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। ব্যাক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার সহধর্মিণী ডাঃ রিফাত আরা মাহফুজ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগি অধ্যাপক (গাইনী এন্ড অবস্) হিসাবে কর্মরত আছেন।
গিয়াস উদ্দীন মানিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হতে অনার্স-মাস্টার্স শেষ করেন। ২০০১ সালে ২০তম বিসিএস পরিক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তারপর পদোন্নতি মাধ্যমে পঞ্চগড় জেলার এসপি হিসাবে যোগদান করেন। ১৩ জুন ২০১৯ সালে পঞ্চগড়ের এসপি মো. গিয়াস উদ্দিন মানিক কে পুলিশের বিশেষ শাখার এসপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে তিনি ঢাকা কর্মরত আছেন।