কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলমান চূড়ান্ত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কাল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চলমান চূড়ান্ত পরীক্ষার বিষয়ে আগামীকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি জানান, আগামীকাল দুপুরে ডিনদের নিয়ে সভা ডাকা হয়েছে। সেখানেই চূড়ান্ত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আপাতত আগামীকালের পরীক্ষাগুলো হবে।
এর আগে করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।