কুমিল্লা বার্ড একাডেমি কর্মচারী ইউনিয়ন কার্যকরী পরিষদের কমিটি গঠন
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর একাডেমি কর্মচারী ইউনিয়ন কার্যকরী পরিষদ (২০২১-২২,২০২২-২৩) নির্বাচন বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বার্ড এর লালমাই অডিটরিয়ামে বিরামহীনভাবে ভোট গ্রহন করা হয়।
নির্বাচনে সভাপতি পদে আশীষ কুমার পাল (চেয়ার প্রতীক) নিয়ে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নজরুল ইসলাম (আনারস প্রতীক) নিয়ে ১০৪ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে পারভেজ সর্দার (ছাতা প্রতীক) নিয়ে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকির হোসেন (মই প্রতীক) নিয়ে ৫০ ভোট পেয়েছেন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) একাডেমি কর্মচারী ইউনিয়ন কার্যকরী পরিষদ (২০২১-২২,২০২২-২৩) নির্বাচনে সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মারুফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক পদে শাহপরান,কোষাধ্যক্ষ পদে আজমল হোসাইন,সদস্য পদে মনির হোসেন,আবু তালেব ও মোঃ বশির আলম নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে শাহপরান ও কোষাধ্যক্ষ পদে আজমল হোসাইন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোতালেব মজুমদার। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন স্টোর অফিসার মাহবুবুর রহমান, হিসাব রক্ষক এনামুল হক,গবেষণা কর্মকর্তা হাবিব উল্লাহ,লেডি হেলথ ভিজিটর শিরিন সুলতানা ও শ্রম অধিদপ্তরের মোঃ খলিলুর রহমান।
উল্লেখ্য, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) একাডেমি কর্মচারী ইউনিয়ন কার্যকরী পরিষদ (২০২১-২২,২০২২-২৩) নির্বাচন ২৩০ জন ভোটারের মধ্যে ২২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।