কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাশের হার ৯০.৭২
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১৪,৯৯১ জন শিক্ষার্থী। যা বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এই বোর্ডে পাসের হার শতকরা ৯০.৭২ শতাংশ।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ৭৭ হাজার ৯০৭জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বুধবার( ৮ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।
এবছর কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৫৭জন মেয়ে শিক্ষার্থী। মেয়েদের শতকরা পাসের হার ৯১দশমিক ৩৯ শতাংশ।