কুমিল্লা-রংপুরের সামনে ‘অগ্নি পরীক্ষা’

জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে দ্বিতীয় ও শেষ দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিত হবে। এমন সমীকরণে বিপিএলের লিগ পর্বে নিজেদের ১২তম ও শেষ ম্যাচে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মিরপুর শের-ই-বাংলা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ও কুমিল্লার ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

লিগ পর্বে ১২ ম্যাচের মধ্যে নয় জয় ও তিন হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ইতোমধ্যে প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিত করেছে মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্স।

কোয়ালিফাইয়ারের দ্বিতীয় দল হিসেবে টিকিট পাবার দৌড়ে আছে রংপুর ও কুমিল্লা। দু’দলেরই ১১ ম্যাচে ৮ জয় ও ৩ হারে ১৬ পয়েন্ট আছে। রান রেটে এগিয়ে থাকার সুবাদে টেবিলের দ্বিতীয়স্থানে রংপুর। তৃতীয়স্থানে রয়েছে কুমিল্লা।

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতলে ১৮ পয়েন্ট হবে জয়ী দলের। এক্ষেত্রে টেবিলের শীর্ষ দুইয়ে থাকার সুবাদে প্রথম কোয়ালিফাইয়ারে সিলেটের প্রতিপক্ষ হবে রংপুর-কুমিল্লা ম্যাচের জয়ী দল।

প্রথম কোয়ালিফাইয়ারের জয়ী দল সরসারি ফাইনালে খেলবে। প্রথম কোয়ালিফাইয়ারে হারলেও ফাইনালে খেলার আশা টিকে থাকবে হেরে যাওয়া দলের। তখন হেরে যাওয়া দলটি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে টেবিলের তৃতীয় ও চতুর্থস্থাপন থাকা এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জিতলে ফাইনাল নিশ্চিত হবে। আর হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।

এজন্য প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিতের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকা ছাড়া বিকল্প পথ নেই।

এখন পর্যন্ত টানা ছয়টি ম্যাচ জিতেছে রংপুর। টানা আট ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে রয়েছে কুমিল্লা। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে রংপুরের কাছে ৩৪ রানে হেরেছিল কুমিল্লা। এবার রংপুরকে হারিয়ে প্রতিশোধ নেয়ার সঙ্গে-সঙ্গে টেবিলের শীর্ষ দুইয়ে থাকার লক্ষ্য কুমিল্লার।

রংপুর-কুমিল্লার ম্যাচের দিন সন্ধ্যা ৭টায় একই ভেন্যুতে লড়বে সাকিবের ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। এ ম্যাচ দিয়ে বিপিএলের লিগ পর্ব শেষ হবে। শীর্ষ দুইয়ে জায়গা করে নেয়ার কোনো সুযোগ নেই আগেই প্লে-অফ নিশ্চিত করা বরিশালের।

১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে বরিশাল। ১১ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে খুলনা।

খুলনার বিপক্ষে জয় বা হারলেও, বিপিএলের এলিমিনটর ম্যাচে খেলতে হবে বরিশালকে। সেখানে বরিশালের প্রতিপক্ষ হবে রংপুর-কুমিল্লার ম্যাচের হেরে যাওয়া দল।

আরো পড়ুন