বিয়ে করলেন সাদিও মানে
এবার আফ্রিকান কাপজয়ী সেনেগালের উইঙ্গার সাদিও মানে বিয়ে করেছেন। পাত্রীর নাম আয়েশা তাম্বা এবং তাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। সেনেগালের রাজধানী ডাকারে গতকাল বিয়ে অনুষ্ঠিত হয়েছে তাদের।
এদিকে আল নাসেরের তারকা মানের বিয়েতে তার জাতীয় দলের সতীর্থরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। আফ্রিকান চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ দলের সাথে যোগ দিতে দেশে ফিরে শুভ কাজ সম্পন্ন করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবিতে দুজনকে বেশ হাস্যেউজ্জ্বল দেখা গেছে। কনে আয়েশা বিয়ের পোশাক পরে আছেন, মানে আরবের ঐতিহ্যবাহী পোশাক পরে আছেন।
এদিকে ৩১ বর্ষী লিভারপুলের সাবেক এ তারকা গত মাসে নিজের শহর বামবালিতে স্টেডিয়াম উদ্ধোধন করেছিলেন।