কুমিল্লায় প্রকাশ্যে শিক্ষককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত শাফায়াত গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে গোলাম রসূল ওরফে লিটন (৪৫) নামের এক শিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক থাকা মূলহোতা শাফায়াত আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার কুমিল্লা আদালতে সোপর্দ করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত শাফায়াত সদর দক্ষিণ উপজেলার নলকুড়ি গ্রামের মৃত শাহ আলম মজুমদারের ছেলে।

স্থানীয়রা জানান, লিটন শিক্ষক হিসেবে যথেষ্ট মেধাবী ছিলেন। তার সন্তানরা আজ এতিম হয়ে গেলো। তাকে কী কারণে হত্যা করা হয়েছে এখনো তারা জানেন না।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, অল্প সময়ে হত্যাকারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। সে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো স্বীকার করেনি। তাই আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নলকুড়ি গ্রামের নিজবাড়িতে ছাত্রদের পড়ানোর সময় শিক্ষক লিটনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান শাফায়াত।

আরো পড়ুন