ঢাবিতে ভারতীয় আগ্রাসনবিরোধী মিছিল হিন্দু শিক্ষার্থীদের

ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা। হলের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নেতৃত্ব মিছিলটি শুরু হয়। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তারা হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে গিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

এ সময় তারা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও জনতা’, ‘জেগেছে রে জেগেছে, জগন্নাথ হল জেগেছে’, ‘সীমান্তে হামলা জগন্নাথ হল মানবে না’ প্রভৃতি স্লোগান দেন।

দূতাবাসে হামলার প্রতিবাদে ঢাবি জগন্নাথ হলের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করে। এ সময় তারা ‘হিন্দু-মুসলিম ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো।’ ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ।’ ‘দূতাবাসে হামলা, জগন্নাথ হল মানবে না।’ ‘সীমান্তে হামলা, জগ্ননাথ হল মানবে না।’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

রাতে রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ চলছিল। সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা জগন্নাথ হলের সহপাঠীদের স্বাগত জানান।

বিক্ষোভে জগন্নাথ হলের ছাত্র জয় পাল বলেন, আমরা বাংলাদেশী এটা আমাদের পরিচয়৷ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকলের একটাই পরিচয় সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক।

তিনি বলেন, যেভাবে ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা হয়েছে, প্রত্যেক নাগরিকদের এতে প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা একতাবদ্ধ থাকব।

এছাড়াও সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আশরেফা খাতুন, জাহিদ আহসান, তরিকুল ইসলাম, তাহমিদ আল মুদাসসীর চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহিন আয়েশা, ইব্রাহীম নিরব প্রমুখ বক্তব্য দেন।

আরো পড়ুন