কুমিল্লার সাবেক এমপি বাহারের বিলাসবহুল বাড়ি ও জমি জব্দ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি, জমি ও ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, কুমিল্লার মনোহরপুরে আনুমানিক ৩৮ লাখ টাকা মূল্যমানের ১৫ শতক জমি এবং ১৬ কোটি টাকা মূল্যের একটি বাড়ি জব্দ করা হয়েছে। এ ছাড়া বাহার ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ১১ নভেম্বর বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, কন্যা তাহসীন বাহার সূচনা ও আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। চলতি বছরের ৩ মার্চ তাহসীন বাহার সূচনার নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়, যেখানে মোট জমা ছিল ৩ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা। একই সঙ্গে ৩২ লাখ টাকা মূল্যমানের জমি এবং ১ হাজার ৪৭৪ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটও জব্দ করা হয়।

এছাড়া ১১ মার্চ ঢাকার উত্তরায় বাহার ও তার স্ত্রীর নামে থাকা দুটি ফ্ল্যাটও জব্দ করা হয়। একই সঙ্গে তাদের নামে থাকা ব্যাংকের চারটি হিসাব থেকে ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। এসব সম্পদের উৎস ও আয়-ব্যয়ের হিসাব না মেলায় আদালতের মাধ্যমে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন