কুমিল্লায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

কুমিল্লা হোমনা উপজেলার বাহেরখোলা গ্রামে ভুট্টার ক্ষেত থেকে অটোরিকশা চালক শান্ত দাস(২২) নামের এক ব্যক্তির উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ডিসেম্বর) সকাল ৯টায় হোমনা উপজেলার কারারকান্দি টু বাহেরখোলা সড়কের পাশে অবস্থিত ভুট্টা ক্ষেতে অটোরিকশা চালক শান্ত দাস(২২) এর গলাকাটা লাশ দেখতে পেয়ে প্রথমে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরবর্তীতে হোমনা থানার এসআই মোসলে উদ্দিন থানার অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
এলাকাবাসী জানান, হোমনা উপজেলার বিজয়নগর গ্রামের গ্রাম পুলিশ অরুন দাসের পুত্র শান্ত দাস(২২)। সে পেশায় একজন অটোরিকশা চালক। প্রতিদিনের মত বৃহস্পতিবার শান্ত দাস অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলেও পরবর্তীতে রাতে আর অটোরিকশা নিয়ে বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও শান্তকে পায়নি তার পরিবার। তবে পরিবারের প্রাথমিক ধারনা অটোরিকশা ছিনতাই করতে ছিনতাইকারীরা শান্তকে হত্যা করেছে।
এ ঘটনায় হোমনা থানার অফিসার ইনচার্জ(তদন্ত) ধীনেশ চন্দ্র দাশ গুপ্ত প্রতিবেদককে জানান, শান্ত দাস(২২) পেশায় অটোরিকশা চালক। অটোরিকশা ছিনতাই নাকি অন্য কোন কারনে তাকে হত্যা করা হয়েছে তদন্ত কার্যক্রমের পর তা বেরিয়ে আসবে। শান্ত হত্যার সাথে জড়িতদের সনাক্ত করতে পুলিশের কার্যক্রম অব্যাহত। এ ঘটনায় শান্ত’র বাবা অরুন দাস বাদী হয়ে হোমনা থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছে।
