কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেঁতাভূমি (বাঁশতলী) গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে পানিতে তলিয়ে গিয়ে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি অনন্তপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফারুক আহাম্মদের স্ত্রী তাদের দুই সন্তান সৌরভ আহাম্মদ (০৬) ও নিলয় আহাম্মদ (০৫) কে নিয়ে পার্শ্ববর্তী উত্তর তেঁতাভূমি গ্রামে বাবা আবদুল মালেকের বাড়িতে কয়েক দিন পূর্বে বেড়াতে যায়।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ১১টায় খেলার ছলে বাড়ির পাশের ডোবায় ছোট ভাই নিলয় পানিতে পড়ে গেলে বড় ভাই তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন খুঁজাখুজি করে এক ঘন্টা পর ডোবা থেকে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।

ওই দুই সহদর দক্ষিন তেঁতাভূমি অনন্তপুর জামে মসজিদের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করত। তাদের করুন মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। বাদ মাগরিব শিশুদের নামাযের জানাযা শেষে লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো পড়ুন