মুরাদনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মুরাদনগর প্রতিনিধিঃ কুমিল্লা মুরাদনগর উপজেলার খরিদ-১/২০১৮-১৯ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার ৪০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে প্রতিজন ৫কেজি আউশ ধানের বীজ ও ৪০ কেজি সার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই বীজ ও সার বিতরন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)।

উপ-সহকারি কৃষি অফিসার মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপ সহকারি কৃষি কর্মকর্তা কাজী মো: ইসমাইল, সুফি অহম্মদ, কৃষক আবুল হোসেন, হাজী কামাল আকবর প্রমুখ।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান একেএম সফিকুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা কবির আহাম্মদ, তোফায়েল আহাম্মদ, আয়েশা বেগম, ইয়াছমিন প্রমুখ।

আরো পড়ুন