দাউদকান্দিতে বৈদেশীক মুদ্রাসহ একজন আটক

মারুফ আহমেদঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিও পুটিয়া নামকস্থানে মঙ্গলবার দুপুওে ঢাকাগামী বিলাসবহুল রয়েল সার্ভিসের একটি বাসে গোপন সংবাদেও ভিত্তিতে তল্লাসী চালিয়ে হাইওয়ে পুলিশের একটি দল হাফেজ মাওলানা মোঃ বাহাউদ্দিন (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করে। পওে তার সাথে থাকা ব্যাগ তল্লাসী কওে সৌদি রিয়াল,ইউরো,ভারতীয রুপিসহ বেশ কয়েকটি দেশের মুদ্রার সমপরিমান ২৮ লক্ষাধিক টাকা উদ্ধার করে।
ঘাইওয়ে পুলিশ সুত্র জানায়,গোপন সংবাদেও ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিও পুটিয়া নামকস্থানে মঙ্গলবার দুপুর দেড়টায় দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কলাম আজাদেও নেতৃত্বে পুলিশের একটি দল কুমিল্লা-ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী বিলাস বহুল রয়েল পরিবহনের একটি বাস থামায়। এসময় যাত্রীবেশে থাকা বাহাউদ্দিনকে আটকে তার সাথে থাকা ব্যাগ তল্লাসী কওে সৌদি,ভারতীয়,ইউরো,ইংলেন্ডের পাউন্ডসহ বেশ কটি দেশের মুদ্রা উদ্ধার করে। পরে থানায় এনে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিনের উপস্থিতিতে মুদ্রাগুলো গণনা করা হয়। যা বাংলাদেশী টাকায় ২৮ লাখ ২৮ হাজার ৫’শ ৬৫ টাকার সমপরিমান। আটক বাহাউদ্দিন কুমিল্লার দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের মৃত সামসুল হকের ছেলে। এব্যাপাওে দাউদকান্দি থানায় একটি মামলা রুজু হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

আরো পড়ুন