লাকসামে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির পরিচিতি ও আলোচনা সভা

লাকসাম সংবাদদাতাঃ লাকসামে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে লাকসাম পাবলিক হল মিলনায়তনে পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: তাজুল ইসলাম এম.পি।

লাকসাম কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নবগঠিত কমিটির সভাপতি আলহাজ্ব মাহাবুবুর রহমান (বাবুল)’র সভাপতিত্বে এবং লাকসাম পৌরসভার সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদারের সঞ্চলনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইউনুছ ভুইয়া, পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এডঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, কুমিল্লা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি এনায়েত উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির কামাল, লাকসাম পৌরসভার প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, ইউনিয়ন পরিষদের বিভিন্ন চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, লাকসাম কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, যুগ্ন-সম্পাদক মিজানুর রহমান এবং লাকসাম কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সকল সদস্য, ঔষধ ব্যাবসায়ি ও ঔষধ ব্যাসসায় জড়িত কয়েক শতাধিক ব্যাবসায়ী।

আরো পড়ুন