কুমিল্লায় সেচের পানি নিয়ে বিরোধের জের, লাঠির আঘাতে কৃষকের মৃত্যু
মারুফ আহমেদঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার তালতলা গ্রামে শনিবার সকালে জমিতে সেচ দেওয়া নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধের জের ধরে লাঠির আঘাতে বাচ্চু মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের তালতলা গ্রামে গতকাল শনিবার সকাল আনুমানিক ১০ টায় ডোবা থেকে জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে বাচ্চু মিয়ার সাথে প্রতিবেশী মমিনুল্লাহর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সেটা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে মমিনুল্লাহ লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে বাচ্চু মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর আনুমানিক দু’টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।