কুমিল্লায় এমপি হয়ে ফিরলেন সীমা, বিশাল শোভাযাত্রা (ভিডিও)
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদে শপথ গ্রহণ শেষে নিজ এলাকা কুমিল্লায় আসার পর দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
বুধবার বিকেলে দলীয় নেতাকর্মীরা নগরীর প্রবেশমুখে আলেখারচরে মোটরশোভাযাত্রা নিয়ে সমবেত হয়। পরে সেখান থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক হয়ে সন্ধ্যায় ঠাকুরপাড়া নিজ বাসায় যান তিনি। এসময় নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে হাত নেড়ে অভ্যর্থনা জানান।
এসময় এফবিসিসিআই পরিচালক মাসুদ পারভেজ খান ইমরানসহ দলীয় নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য আঞ্জুম সুলতানা সীমা কুমিল্লা সিটি করপোরেশনের সব শেষ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছিলেন। সে নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কুর সাথে প্রতিদ্বন্ধিতায় হেরে যান। সীমা কুমিল্লা জেলা আওয়ামীলীগের প্রবীন নেতা অধ্যক্ষ আফজল খানের মেয়ে। এরপূর্বে সীমা কুমিল্লা সিটি করপোরেশনের দুইবার নির্বাচিত কাউন্সিলর, পৌরসভার প্যানেল মেয়র এবং উপজেলা পরিষদে নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে আঞ্জুম সুলতানা সীমা কুমিল্লা মডার্ণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।