ব্রাহ্মনপাড়ায় উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছে ১১ জন
আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মনপাড়ায় আসন্ন প ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছে ১১ জন। গতকাল সোমবার দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটানিং অফিসার ফৌজিয়া সিদ্দিকার নিকট প্রাথীরা মনোনয়ন পত্র দাখিল করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটানিং কর্মকর্তা জানান, আসন্ন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের মৃত সিরাজ খান চৌধুরীর ছেলে উপজেলা আ’লীগের আহবায়ক বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর খান চৌধুরী এবং উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকাদিঘী গ্রামের মৃত হাজী মোঃ আবদুস সোবহান এর ছেলে উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মুহাম্মদ আবু তাহের।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দখিল করেন বেড়াখলা গ্রামের মৃত আলী আহামেদের ছেলে উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলার নাইঘর গ্রামের আব্দুল মালেকের ছেলে, উপজেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ সুলতান আহমেদ, উপজেলার নাগাইশ গ্রামের মোঃ ইব্রাহিম ভুইয়ার ছেলে উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মোঃ কামাল হোসেন ভুইয়া, উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলার শিদলাই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মোঃ কামাল উদ্দিন ও একই গ্রামের জাফর আলীর ছেলে অবিদ মিয়া।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলা দুলালপুর গ্রামের মৃত রফিকুল হক ভূইয়ার মেয়ে বর্তমান ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, উপজেলা কান্দুঘর গ্রামের মৃত মোঃ আমির হোসেনের মেয়ে উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক এড. জাহান আরা বেগম ও সাহেবাবাদ গ্রামের মৃত আব্দুস সালাম চৌধুরীর মেয়ে এড. শামিমা আক্তার চৌধুরী।