বুড়িচং উপজেলা নির্বাচন: আখলাককে জড়িয়ে আবেগাপ্লুত হাশেম খান
নিজস্ব প্রতিবেদকঃ সদ্য বিজয়ী বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার ফুল ও মিষ্টি নিয়ে পরাজিত প্রার্থী সিনিয়র নেতা হাসেম খান এর বাসায় গিয়ে পায়ে কদমমুচি করে দোয়া সহযোগীতা চাইলেন। এ ঘটনায় দুপক্ষের নেতাকর্মীদের মাঝে নির্বাচন পরবর্তী উত্তেজনার বরফ গলতে শুরু করে।
বুধবার বিকেলে নগরীর রেসকোর্সে নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট হাসেম খানের বাসায় যান স্বতন্ত্র প্রার্থী হয়ে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার।
সেখানে দুই নেতা একে অপরকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। দুই নেতার চোখেই জল। এসময় সেখানে আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়। দুই নেতা একসাথে বুড়িচংয়ের জনগনের জন্য কাজ করার ওয়াদা করেন।
একসাথে দীর্ঘ পথ পাড়ি দেয়া বুড়িচংয়ের সিনিয়র এই দুই নেতা হিংসা বিদ্বেষ ভুলে সকল কর্মীদের একত্রিত করে এগিয়ে নেবেন বুড়িচংয়ের রাজনীতিকে এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সদ্য বিজয়ী বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আখলাক হায়দার ৩৪ হাজার ৫৯২ ভোটের ব্যবধানে নৌকার চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আবুল হাসেম খানকে পরাজিত করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বুড়িচংয়ের ৯টি ইউনিয়নের ৭৪টি কেন্দ্রে ভোটার ২ লাখ ১৬ হাজার ৮৮১ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আখলাক হায়দার পেয়েছেন ৭৪ হাজার ৪৩৭ ভোট। আওয়ামী লীগের আবুল হাসেম খান পেয়েছেন ৩৯ হাজার ৮৪৫ ভোট। অপর প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের গোলাম বায়েজীদ পেয়েছেন ২১৮ ভোট। সব মিলিয়ে এ উপজেলায় ভোট পড়েছে ১ লাখ ১৬ হাজার ৯৯০টি। ৩৪ হাজার ৫৯২ ভোটের ব্যবধানে নৌকার চেয়ারম্যান প্রার্থী আবুল হাসেম খান হেরেছেন।