ভালোবাসা দিবস ও বসন্ত বরণে বর্ণিল কুমিল্লা শহর

পাতা ঝরা রুক্ষতার শেষে গাছে গাছে নতুন কুড়ির সজিবতার আর মৌ-গন্ধ জানান দিচ্ছে ফুল ফুটুক আর নাই ফুটুক শুক্রবার বসন্ত। এ বছর ভালোবাসা দিবস ও প্রথম বসন্ত একই দিন। আর তাই ভালোবাসা দিবস ও বসন্ত বরণে বর্ণিল প্রস্থতি চলছে কুমিল্লাজুড়ে।

নান্দনিক সাজে সেজে উঠেছে কুমিল্লার নগর উদ্যান-বিনোদন স্পটগুলো। মৌসুমি ব্যবসায়ীদের টার্গেট অর্ধকোটি টাকার ফুল বিকিকিনি করা।

বৃহস্পতিবার সরেজমিনে কুমিল্লার নগর উদ্যান ও বিনোদন স্পটগুলো ঘুরে দেখা যায়, শুক্রবার বিশ^ভালোবাসা দিবস ও বসন্তবরণ উপলক্ষে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। নগরীর কান্দিরপাড় ঝাউতলা পুলিশ লাইনস এলাকায় ফুল বিক্রেতারা বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে পর্যাপ্ত ফুল মজুদ করেছেন।

নগরীর কান্দিরপাড় ঝাউতলা পুলিশ লাইনস এলাকার ফুল ব্যবসায়ীদের তথ্য মতে নগর কুমিল্লায় এ বছর বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে অন্তত অর্ধকোটি টাকার ফুল বিক্রি হবে।

এ বিষয়ে কুমিল্লার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন জানান, বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে যে পরিমান লোক সমাগম হবে এবং সে অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কুমিল্লা জেলা পুলিশ পস্ততি রয়েছে।

সূত্রঃ আমাদেরসময়

আরো পড়ুন