ময়নামতি হাইওয়ে পুলিশের উদ্যোগে ৭ মার্চ উদযাপন
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি জাতির জন্য এক মাহেন্দ্রক্ষণ ও দুর্দান্ত এক অর্জন। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এর নির্দেশনায় এই মাইলফলক উদযাপন করেছেন ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। সারা দেশের ন্যায় রোববার বিকেলে কেক কাটা ও মিষ্টি বিতরনের এক বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ময়নামতি হাইওয়ে থানা প্রাঙ্গনে এ আনন্দ উদযাপন করা হয়। এ আনন্দ আয়োজনে বাংলাদেশের এ ঐতিহাসিক অর্জন ও সরকারের সফলতার বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়নাতি হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের এ অর্জন ঐতিহাসিক মাইলফলক। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের ফলে আজকে এ অর্জন।
এসময় থানার সেকেন্ড অফিসার মোঃ শাহজাহান, এসআই রাহাদ খান, সার্জেন্ট কামরুজ্জামান, কমিউনিটি পুলিশিংয়ের কুমিল্লা রিজিয়নের অর্থ সম্পাদক মোক্তার হোসেন, শ্রমিক নেতা শেখ ফরিদসহ অনেকে বক্তব্য রাখেন।