কুমিল্লা স্টেডিয়ামে শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন
দেলোয়ার হোসেন জাকিরঃ কুমিল্লা স্টেডিয়ামে শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন হয়েছে। মাস ব্যাপি শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম, উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ নাজমুল আহসান রোমেন, যুবনেতা আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ ও কুমিল্লা স্টডিয়ামে শিল্প ও বানিজ্য মেলার পরিচালক বিল্লাল হোসেন। মেলায় দেশী বিদেশী পন্য স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১০ টাকার টিকেটে মেলা পরিদর্শন করা যাবে।