কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত ৭৯: মৃত্যু ১
কুমিল্লা জেলায় নতুন করে একদিনে আরও ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার৭৪৯জন। একদিনে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার ৫২ বছরের একজন পুরুষ। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর ফলে মৃত্যুর সংখ্যা ৩৬১জনে দাঁড়ালো। গতকাল ২৫ এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়- একদিনে কুমিল্লা জেলার কুমিল্লা সিটি ৪১জন, সদর দক্ষিণ ১জন, আর্দশ সদর ২জন, লাকসাম ৬জন, বুড়িচং ৩জন, ব্রাক্ষণপাড়া ১জন, হোমনা ৪ জন, বরুড়া ৪জন, লাঙ্গলকোট ১ জন, মনোহরগঞ্জ ০১ জন, চৌদ্দগ্রাম ২ জন, চান্দিনা ২ জন, দাউদকান্দি ৫জনসহ মোট ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া সুস্থ্য হয়েছেন ২৫ জন, তাদের মধ্যে সকলেই সিটি করপোরেশন এলাকার। এ নিয়ে ৯ হাজার ৩৮২জন করোনা রোগী সুস্থ হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬৬হাজার ৭৫৯জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬৫ হাজার ৯৬২জনের। এর মধ্যে ১১ হাজার ৭৪৯জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজ সোমবারের (২৫ এপ্রিল) রিপোর্ট প্রাপ্তি: ৩০২। এদের মধ্যে নতুন সনাক্ত ১।