কুমিল্লা বুড়িচংয়ে জাতীয় শোক দিবসেও তালাবদ্ধ আ.লীগ অফিস!

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগের দুপক্ষের দ্বন্দ্বের কারণে জাতীয় শোক দিবসেও তালাবদ্ধ ছিল দলীয় অফিস।

দলীয় সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম খান এমপি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।

এ দ্বন্দ্বকে কেন্দ্র করে আবুল হাশেম খানের গ্রুপ দলীয় অফিস তালাবদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ সাজ্জাদ হোসেনের।

এ বিষয়ে সাজ্জাদ হোসেন বলেন, আমার জীবনে কোনো দিনও জাতীয় শোক দিবসে দলীয় অফিস তালাবদ্ধ থাকতে দেখিনি। আজ উপজেলার আওয়ামী লীগের অফিস তালাবদ্ধ পাই। বিষয়টি খুবই দুঃখজনক। পরে আমি অফিসের বাইরে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে শোক দিবসের বক্তব্য রাখি।

তিনি অভিযোগ করেন, আবুল হাশেম খান এমপির গ্রুপের লোকজন দলীয় অফিস তালাবদ্ধ করে রেখেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল হাশেম খান এমপি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পার্টি অফিসের বাইরে উপজেলার ভেতরে কাঙালিভোজের আয়োজন করি। তবে কারা দলীয় অফিস তালাবদ্ধ করে রেখেছেন তা আমি জানি না। বিষয়টি তদন্ত করে দেখব।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক বলেন, আজকের এই দিনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের অফিস তালাবদ্ধ রয়েছে- শুনে দুঃখ পেলাম। এ বিষয়ে তদন্ত করে দেখব।

উপজেলা ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার সুহেল আহাম্মদ জানান, বুড়িচং উপজেলার আওয়ামী লীগ এখন দুভাগে বিভক্ত। এক পক্ষে রয়েছেন আবুল হাশেম খান এমপি। অন্যটি হলো কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের পক্ষ। সাজ্জাদ হোসেন ভাই পার্টি অফিস গিয়ে তালাবদ্ধ দেখতে পান। এ বিষয়টি নেতাকর্মীদের খুব খারাপ লেগেছে।

আরো পড়ুন