কুমিল্লা মুরাদনগরে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা

কুমিল্লার মুরাদনগরে একই দিনে পাল্টাপাল্টি সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পৃথক এই সমাবেশকে ঘিরে পুরো উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পৃথক দুটি স্থানে সমাবেশ করবে দল দুটি। তবে দুই দলের কেউই শোডাউন ও জনসভার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেনি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বিএনপি সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠে পূর্ব থেকেই জনসভার ডাক দিয়েছে মুরাদনগর উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের। জনসভা সফল করতে এলাকায় পোস্টার সাটানো ও মাইকিং করে চালানো হয়েছে প্রচারণা।

আরো পড়ুন