ব্রাহ্মণপাড়ায় জেলা প্রশাসকের মত বিনিময়
নিজস্ব প্রতিবেদকঃ সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের নিকট জনগন সঠিক সেবা পেতে চায়। গ্রামের সাধারন জনগন উপজেলার বিভিন্ন দপ্তর থেকে সল্প সময়ের মধ্যে যেন সঠিক সেবা পেতে পারে তা উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। জনগনকে আরো দ্রুত সেবা প্রদান করতে নতুন উদ্ভাবন তৈরি করতে হবে। মেধাবী শিক্ষার্থী তৈরি করতে মেধাবী শিক্ষকের প্রয়োজন। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরো বেশী আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। পুথিগত বিদ্যা থেকে শিক্ষার্থীদের সৃজনশীল পাঠদানে মনোযোগী করতে হবে। যারা জনপ্রতিনিধি আছেন তারা জনগনের পাশে থেকে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের লক্ষে কাজ করে যেতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সার্বিক সহযোগীতা করতে হবে। কোনো অবস্থাতে আইন শৃঙ্খলা বিগ্নকারীদের ছাড় দেওয়া হবে না।
গতকাল মঙ্গলবার দিনব্যাপি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা, ব্রীজ ইত্যাদি পরিদর্শন শেষে উপজেলার ১৭ টি বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের উদ্দ্যেশে কুমিল্লা জেলার জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম এসব কথা বলেন। জেলা প্রশাসক উপজেলার সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা পরিদর্শন, ডগ্রাপাড়া মাটির রাস্তা পরিদর্শন, মহালক্ষীপাড়ায় পাকা ব্রীজের পাশে মাটি ভরাটের কাজ পরিদর্শন, দক্ষিণ শিদলাই একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমিতির সদস্যদের সাথে মত বিনিময়, দক্ষিন শিদলাই কমিনিটি ক্লিনিক পরিদর্শন, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন, শিদলাই মাদ্রাসা, আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজ, শিদলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিদলাই ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস, শিদলাই সেন্ট্রাল স্কুল পরিদর্শন, উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে নিবদ্ধিত জেলেদের মাঝে ৪০ টি সেলাই মেশিন বিতরন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সরকারী কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।
দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, নির্বাহী অফিসার মোঃ জহিরুল হক, সহকারী কমিশনার ভূমি সম্রাট খিসা, থানার অফির্সার ইনচার্জ (ওসি) এসএএম শাহজাহান কবির, কৃষি কর্মকর্তা আলমগীর বাদশা, পলী বিদ্যুতের ডিজিএম এএইচএম আরিফুল ইসলাম, মৎস কর্মকর্তা লিসমা হাসান, প্রকৌল্প কর্মকর্তা মোঃ মোস্তফা মাইদুল মোরশেদ মুরাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুর আলম সিদ্দিক, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মাহতাব উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহেদুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, সমাজ সেবা কর্মকর্তা নাছির উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক আহাম্মদ, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক মোস্তফা সারোয়ার খান, আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, শিদলাই সেন্ট্রাল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোঃ আলমঙ্গীর খান, শিদলাই আশরাফ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মোস্তফা কামাল, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ, শশীদল ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন মাষ্টার, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মাসরোকা আক্তার, জয়নাল হোসেন জানু মেম্বার, খোরশেদ আলম, শিদলাই দরবার শরীফের পীর মাওলানা রুহুলআমিন, মাদ্রাসার সুপার মাওলানা নজরুল ইসলাসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদের মেম্বার ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।