ব্রাহ্মণপাড়ায় তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত
আশিকুর রহমানঃ তথ্য অধিকার আইন সম্পর্কে সকল জনগনকে জানতে হবে বলে উল্যেখ করেন তথ্য কমিশন (প্রশাসন) এর পরিচালক ভূইয়া মোঃ আতাউর রহমান। তিনি বলেন তথ্য অধিকার আইন জানা থাকলে মানুষ কখনোই কোন দপ্তর কিংবা কোন সংস্থায় কাজ করতে গিয়ে তার অধিকার থেকে বঞ্চিত হবেনা। গতকাল ২৮ মে সোমার সকাল ১০ টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য কমিশন ও প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিরুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর খান চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ মামুন খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ইসমাইল হোসেন, কৃষি সম্প্রসারন অফিসার খন্দকার ফরিদ, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, মাধবপুর ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহাম্মেদ, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা ছারোয়ার খান, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, দুলালপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, শশীদল ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন মাস্টার, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভূইয়া, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাক্তার সাবরিনা হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সেলিম মুন্সি, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম সিদ্দিক, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কবির আহাম্মেদ, সাহেবাবাদ ডিগ্রি কলেজর অধ্যক্ষ মোঃ হুমায়ুন করিব, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, পল্লী বিদ্যুতের এজিএম দিপক কুমার সিংহ, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, বিআরডিবির কর্মকর্তা মোঃ ফেরদৌসুর রহমান, সমাজসেবা কর্মকর্মা মোঃ নাসির উদ্দিন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক মাকসুদা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইদ্রিস মিয়া মাস্টার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন মাস্টার, ইউআরসি ইন্সিট্রেক্টর মমিনুল ইসলাম মুজুমদার, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাশ, শাশীদল আলহাজ¦ মুহাম্মদ আবু তাহের কলেজের সহকারী অধ্যাপক মোঃ জামাল হোসেন, চান্দলা কেবি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সুজন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মশিউল আলম সোহাগ, সাধারন সম্পাদক ইসমাইল নয়ন, যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল হক শাকিল, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, দপ্তর সম্পাদক আবু জাকারিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ।