কুমিল্লার মুরাদনগরে সাইদুর রহমান সৈয়দ হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

জাহাঙ্গীর আলম ইমরুল|

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাইদুর রহমান সৈয়দ হত্যায় বিভিন্ন মহলের নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে দফায় দফায় মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ করছে এলাকাবাসী।

রোববার সকালে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় মুরাদনগরের শ্রীকাইল বাজারে।

এদিকে শনিবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে নিহত সাইদূর রহমান সৈয়দের নিজ গ্রাম শ্রীকাইলসহ এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা অংশ নেন।

 

এসময় বক্তব্য রাখেন – শ্রীকাইল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবুল হসেম বেগ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশীর, হাজী গোলাম মোস্তফা, বাকিছ মেম্বার, ইসলাম মেম্বার, বাজার কমিটির সভাপতি আবদুস সাত্তার ডা. খাস্তগীর সরকার এবং নিহতের মা রোফিয়া থাতুন প্রমুখ।

তারা হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

২৭ জুন বুধবার সকালে শ্রীকইল গ্রামের মুনতাজ উদ্দিনের ছেলে শামীম সদলবলে হামলা চালিয়ে একই গ্রামের তারু মিয়ার দুই ছেলেকে গুরুতর যখম করে। পরে হাসপাতালে নেয়ার পর মারা যায় সাইদুর রহমান সৈয়দ।

এব্যাপারে ঘাতক শামীমসহ সহযোগী ১১ জনকে আসামী করে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

আরো পড়ুন