ব্রাহ্মণপাড়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
আশিকুর রহমানঃ ২৩ জুলাই রবিবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে উদযাপন করা হয় জাতীয় পাবলিক সার্ভিস দিবস। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের অংশ গ্রহনে র্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) সম্রাট খীসা। উপজেলার বিভিন্ন সড়কে ঘুরে এসে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় র্যালীটি যোগ দেয়।
সভায় সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) সম্রাট খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মুহাম্মদ মামুন খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুল হাসান সোহেল, মেডিকেল অফিসার ডাক্তার সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার, উপজেলা সমবায় অফিসার আঃ শহিদ, খাদ্য কর্মকর্তা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কবির আহাম্মেদ, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, নাগাইশ বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন আখন্দ, গোপলনগর আদর্শ কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান সোহেল, মহালক্ষীপাড়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাদেকুর রহমান, আবদুল মতিন খসরু মহিলা কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাশ, ব্রাহ্মণপাড়া ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আবু হানিফ, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ফারুক আহাম্মেদ, মৎস্য অফিসার মোহাম্মদ মনজুর আহাম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক ডেপুটি কমান্ডার আবুল বাশার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু নোমান সরকার, মোসাঃ রুনাক জাহান, প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ ভূইয়া, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ জসিম উদ্দিন, মোঃ মাঈন উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, ব্রাহ্মনপাড়া উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক শাকিল, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম প্রমুখ।