ব্রাহ্মণপাড়ায় বিউটিফিকেশন ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজ এ) প্রশিক্ষণ প্রকল্পের বিউটিফিকেশন ও দর্জি বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। গতকাল ২৫ জুলাই বুধবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক সভায় এই দুইটি ট্রেডে প্রথম ব্যাচের ২০ জন করে ৪০ প্রশিক্ষন প্রাপ্ত নারীদের এই সনদপত্র হাতে এই সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর খান চৌধুরী। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার স¤্রাট খীসা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম। উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও উপজেলা মহিলা আ’লীগের সদস্য সচিব আসমা আক্তার, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, দর্জি বিজ্ঞান প্রশিক্ষক সৈয়দা সামছু ন্নাহার, বিউটিফিকেশন প্রশিক্ষক তানিয়া আক্তার সহ উপজেলার বিভিন্ন গ্রামের আসা প্রশিক্ষণ গ্রহনকরী নারীগণ।