বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ওসির মতবিনিময়
মো. জাকির হোসেনঃ কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বুড়িচং থানার নবাগত অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর মতবিনিময় সভা শুক্রবার বিকেলে থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ ও আইন-শৃঙ্গলা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা করা হয়। এসময় নবাগত অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস বুড়িচং প্রেসক্লাবের নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতা কমনা করেন। সভায় থানা পুলিশের পক্ষে আরো উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এস.আই রাজীব চন্দ্র কর। বুড়িচং প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হাফিজ, সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হক বাবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহিদুজ্জামান রাশেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহসানুজ্জামান সোহেল, সাহিত্য ও প্রকশনা সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, সদস্য প্রভাষক মোঃ ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম জাবীর, জামাল হোসেন, মোঃ মনিরুজ্জামান তুহিন। আলোচনায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত অফিসার ইনচার্জকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।#