সাপে কাটা-জলাতংক রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিবে কুমিল্লা সদর হাসপাতাল
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা সদর হাসপাতালে এখন থেকে সাপে কাটা রোগী ও কুকুরের কামড়ে সৃষ্ঠ জলাতংক রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা শুরু করেছে কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা:মজিবুর রহমান শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব জলাংতক দিবস উপলক্ষে জেলা প্রানী সম্পদ কর্মকর্তার র্কাযালয় আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য দেন।
জানা যায়, গত কয়েক বছরে কুমিল্লার পানিবেষ্টিত নিম্নাঞ্চলের বহু মানুষ মারা যায় সাপের দংশনে মারা যায়। এছাড়াও জলাতংকে ভুগেও বছরে কুমিল্লা জেলায় গড়ে দশজন মানুষ মারা যাচ্ছে। ভেকসিন না থাকার কারনেই সাপে কাটা রোগীদের বেশিরভাগই মারা যায়