আগামী নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকার বিকল্প নেই-এমপি বাহার
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন,‘নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়,সাধারন মানুষের ভাগ্য বদল হয়। গরীব,দুঃস্থ অসহায় মানুষ ভাতা পায়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আগামী নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকার বিকল্প নেই।’
সোমবার সকালে আদর্শ সদর উপজেলার ২নং দুর্গাপুর (উত্তর) ইউনিয়নের দূর্গাপুর দিঘির পাড় ঈদগা মাঠে আয়োজিত মা বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি একথা বলেন। ওই অনুষ্ঠানে আলেকজান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ,কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,আলেখাচর দাখিল মাদ্রাসার সহ¯্রাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
এমপি বাহার বলেন, যারা বাঙালির স্বাধীনতা চায়নি,তারা স্বাধীনতার পর জাতির জনককে নির্মমভাবে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে দেওয়ার চেষ্টা চালায়। আজ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। তাদের সব অপচেষ্টাই ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সমৃদ্ধি হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের উন্নতি হয়, বিএনপি এলে মানুষের দুর্ভোগ বাড়ে।
আলেকজান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি ডা. এ কে এম আবদুস সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস- চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল,মহিলা ভাইস-চেয়ারম্যান এড.হোসনেয়ারা বকুল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাছান,উপজেলা শিক্ষা অফিসার মো.দেলোয়ার হোসেন মজুমদার,আলেকজান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান। অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাভেল ও কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. হাসিনা আক্তার হাসি।
এসময় মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুস সাহেরীর সাহের, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো.শাহজাহান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো.কামাল হোসেন, তথ্য ও গবেষনা সম্পাদক জহিরুল ইসলাস জহির, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আবুল হোসেন, দূর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক ভূইয়া,সাধারন সম্পাদক হুমায়ুন কবীর,্আলেখাচর মাদ্রাসার সভাপতি ফরিদ মিয়া, সুপার মাওলানা নিজামউদ্দিন,আওয়ামী লীগ নেতা সামস কবির ভূইয়া চেঙ্গিস, জহিরুল ইসলাম রিপন, মহানগর যুবলীগের সদস্য বোরহান মাহমুদ কামরুল,সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিয়ানুক সহ অনুষ্ঠানে দুর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।