মুরাদনগরে যুব দিবসে র্যালী আলোচনা সভা ও ঋণ বিতরণ
মো. নাজিম উদ্দিনঃ ‘‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালীটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা করে। আলোচনা সভা শেষে বেকার যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুবের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল আহাম্মদ খান, ন্যাশনাল ক্যাডার সার্ভিসের সেবাভোগী শরাফত আলী।
অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক আফজালের রহমান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান সোহাগ, উপজেলা ছাত্রলীগের সদস্য শরীফুজ্জামান,ন্যাশনাল ক্যাডার সার্ভিসের সেবাভোগী মাহফুজুর রহমান রুবেল, আরিফ গাজী, সেলিম সরকার, নাজিম উদ্দিন, এনামুল সরকার প্রমুখ।