হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে বীরের কন্ঠে বীর কাহিনী অনুষ্ঠানে

সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা মহানগরীর ২২নং ওয়ার্ডের পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ৮ ডিসেম্বর শনিবার কুমিল্লা মুক্ত দিবসে বীরের কন্ঠে বীর কাহিনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ রুহুল আমিন ভূঁইয়া। হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডি সভাপতি রোটারিয়ান আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মীর মোঃ আবু তাহের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সিরাজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সুলতান আহমেদ, হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের কো-অপ সদস্য শফিকুল আলম। অনুষ্ঠানে বক্তারা বলেন,১৯৭১ সালের ২৬ মার্চ পাক হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর হামলা চালিয়ে এ দেশের নারী,শিশু সহ বিভিন্ন পেশার মানুষকে অন্যায় ভাবে হত্যা করে। সে দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ পাকিস্তানীদের প্রতিহত করতে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়ে। ত্রিশ লক্ষ মানুষের তাজা রক্তের বিনিময়ে বাঙ্গালী জাতি পেয়েছে একটি নতুন মানচিত্র।স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভুলার মতো নয়। তাই সকল শিক্ষার্থীদের বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। নতুন প্রজন্মের মাঝে সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে সকল অন্ধকার দূর করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকারে সামনে এগিয়ে যেতে হবে।এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মোঃ আবু তাহের সওদাগর,বীর মুক্তিযোদ্ধা হাজী সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহআলম,হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হাজী আব্দুল গণি ভূঁইয়া,প্রতিষ্ঠানের সহকারী প্রধান মোঃ বাবুল হোসেন,অভিভাবক সদস্য জসিম উদ্দিন,পদুয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান নাসিমা আক্তার সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইনুদ্দিন খন্দকার ।

আরো পড়ুন