বুড়িচংয়ে গাড়ি চাপায় হোন্ডারোহীর মৃত্যু॥ আহত-২

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়া এলাকায় শনিবার সন্ধ্যায় দ্রুতগামী একটি তরল গ্যাসবাহী ট্যাঙ্কারের ধাক্কায় সোহেল রানা (২৬) নামের এক হোন্ডারোহী মারা যায়। আহত হয়েছেন আরো দু’হোন্ডারোহী। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি নিয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় হোটেল মিয়ামী’র কাছে কুমিল্লাগামী অংশে শনিবার সন্ধ্যা ৫.৫০ মিনিটে দ্রুতগতির একটি তরল গ্যাসবাহী ট্যাঙ্কার পেছন থেকে একটি হোন্ডাকে ধাক্কা দেয়। এতে হোন্ডার ৩ আরোহী ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় সোহেল রানা নামের এক যুবক। স্থানীয়রা দ্রুত আহত দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় । দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত সোহেল রানার বাড়ি বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের লোহারচর গ্রামে।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট সাখাওয়াৎ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,লাশ থানায় নিয়ে আসা হয়েছে।

আরো পড়ুন