কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি আবারো পেছাল
মারুফ আহমেদঃ কুমিল্লার চৌদ্দগ্রামের জগমহনপুরে নৈশকোচে পেট্রোল বোমা মেরে আটজন বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আদালত আবারও পিছিয়েছে । গতকাল সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাবিবুর রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলার চার্জ গঠন ও পরবর্তী শুনানি ১৬ জানুয়ারি দিন ধার্য করেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৫ইং সালের ৩ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্টোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে ৮জন বাসযাত্রীর দগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়, আহত হয় ২০ জন । এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন জানান, ‘আটজন বাসযাত্রী হত্যা মামলায় ৭ জানুয়ারি আদালতে রাষ্ট্রপক্ষের চার্জগঠন করা এবং আসামি পক্ষের একটি জামিন শুনানির আবেদন ছিল। বিজ্ঞ আদালত শুনাণী শেষে আগামী ১৬ জানুয়ারি এ হত্যা মামলার পরর্বতী শুনানীর দিন র্ধায করেন।