মাননীয় প্রধানমন্ত্রীর সুন্দর বাংলাদেশ গড়ার আশা পূরণ করব : মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

ডেস্ক রিপোর্টঃ ডিএনসিসি উপ-নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ আতিকুল ইসলাম বলেছেন, আমরা আজ সবাই চাই কি সুন্দর বাংলাদেশ গড়তে , একটি সুন্দর ঢাকা গড়তে। মাননীয় প্রধানমন্ত্রীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে করতে আমরা আমাদের একটি ভাইকে ( প্রয়াত মেয়র আনিসুল হক) হারিয়েছি। সেই একই লক্ষ্যে আমাকে নমিনেশন দিয়েছেন। ইনশাল্লাহ আমি সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর ঢাকা গড়ার জন্য নিজেকে উজার করে দিবো।

শনিবার (১৬ ই ফেব্রুয়ারি) রাত 8 ঘটিকায় কারওয়ান বাজার বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত পোশাক শিল্প পরিবার থেকে নবগঠিত মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী বর্গ ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বৃন্দের অনুষ্ঠানে তার সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনের আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এসব কথা বলেন।

“চলুন সবাই মিলে একটি সুন্দর, সচ্ছল ও বসবাসযোগ্য আধুনিক ঢাকা গড়ে তুলি। ঠিক যেমনটি আমার ভাই ( প্রয়াত মেয়র আনিসুল হক) স্বপ্ন দেখেছিলেন, ঠিক যেমনটি মাননীয় প্রধানমন্ত্রী চান, ঠিক যেমনটি আমাদের সবার চাওয়া” এই আশা ব্যক্ত করে আতিকুল ইসলাম ২৮ ফেব্রুয়ারি ভোট দিয়ে তাকে মেয়র নির্বাচিত করে একটি সুন্দর , সচ্ছল ও বসবাস যোগ্য আধুনিক ঢাকা গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম সহ আরো অনেকে।

আরো পড়ুন