দাউদকান্দিতে ৪৫০০পিছ ইয়াবাহ ট্যাবলেটসহ একজন গ্রেফতার
লিটন সরকার বাদলঃ ২৭ ফেব্রুয়ারী ১৯ইং দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ঢাকা চট্টগ্রাম মহসড়কের মোহন সিএনজি পাম্পের সামনের থেকে ঢাকা গামী যাত্রীবাহি বাসে তল্লাশী করে ৪৫০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করে।
হাইওয়ে পুলিশ জানায় মঙ্গলবার রাত ১০টার দিকে, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনির আহমেদ সংগীয় ফোর্স নিয়ে ঢাকা চট্টগ্রাম মহসড়কের বিশ্বরোড মোহন পেট্টোল পাম্পের সামনের থেকে ঢাকা গামী সিল্কলাইন ট্রাবলসের একটি বাসে তল্লাশী চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানার নতুন কল্যাণ পাড়া গ্রামের মোঃ নুরুল আলমের পুত্র শফিকুল ইসলাম সবুজ (২৫)কে নীল পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৪৫০০ পিছ ইয়াবাহ ট্যাবলেট সহ গ্রেফতার করে।
এসআই আবু জিহাদ জানান এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আসামীকে কুমিল্লা জেলা হাজতে প্রেরন করা হয়।