কুমিল্লায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপি এনজিও মেলা
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপি এনজিও মেলা। কুমিল্লার নারী উদ্যোক্তা, মহিলা সমিতি, নারী উন্নয়ন সমিতির প্রায় ৬২ টি এনজিও মেলায় অংশ নিচ্ছে। নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পন্য সামগ্রী বুটিকস, তাঁত, জামা কাপড় ক্রোকারিজ, মাটির তৈরি পন্য সামগ্রী ও উৎপাদিত খাদ্য সামগ্রী নিয়ে মেলায় অংশ নিয়েছে প্রতিষ্ঠানগুলো।
এনজিও সমাজ এর আয়োজনে শনিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, ডিডি সমাজ সেবা জেড এম মিজানুর রহমান, নারীনেত্রী পাপরি বোস, এনজিও সমাজ সভাপতি রোকেয়া বেগম শেফালী, সাধারন সম্পাদক আব্দুল মালেক।