মুরাদনগরে প্রাথমিকের সহকারি শিক্ষকদের মানববন্ধন
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতার দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের মানববন্ধন করে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা।
মানববন্ধনে বক্তারা বলেন- সহকারী শিক্ষকদের বর্তমানে ১২তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন-ভাতা প্রদান করছে সরকার। তাদের দাবি- এটি একটি বৈষম্যমূলক আচরণ। কারণ প্রধান শিক্ষকের চেয়ে কোনো অংশে সহকারী শিক্ষকরা বিদ্যালয়ে অবদান কম রাখেন না। পাঠদানের ক্ষেত্রে সহকারী শিক্ষকরা আরও বেশি ভূমিকা পালন করেন বলে তাদের দাবি।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক কমিটির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সৈকত জামান ভূইয়া, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল, মিজানুর রহমান, উুুমর ফারুক, কামরুল ইসলাম, মহিউদ্দিন, ফাইজুল মনির, সোহেল রানা, বাবুল মিয়া, ফাতেমা খাতুন, ফরিদা ইয়াছমিন, আফরুজ শুলতানা প্রমুখ।