নাঙ্গলকোটে অসহায় ২৫ টি পরিবার প্রভাবশালীর কাছে জিম্মি

মো.ওমর ফারুকঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির লক্ষী পদুয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সেরাজুল হকের কাছে ওই গ্রামের মিয়াজী বাড়ির মৃত আলী আক্কাছের ছেলে স্বপন মিয়াজীসহ ২৫ টি পরিবার জিম্মি হয়ে আছে। এর বিচারের দাবিতে গতকাল রোববার নিজ গ্রামে সাংবাদিক সম্মেলন করেন ২৫ পরিবারের লোকজন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন,ক্ষতিগ্রস্ত জোসনা বেগম।সাংবাদিক সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সবাই উপস্থিত ছিলেন।

এ সময় লিখিত বক্তব্য বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা ও প্রশাসনের নিকট আবেদন করছি, বুক ভরা ব্যাথা নিয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরছি। অতি দরিদ্র ২৫ টি অসহায় পরিবার মৃত আব্দুর রহমানের ছেলে সেরাজুল হকের কাছে জিম্মি। অর্থ না থাকায় সমাজে ন্যায় বিচার থেকে বি ত হচ্ছি। যখনি আইনের আশ্রয় নিয়েছি তখনি অর্থের কারনে পরাজিত হয়েছি। নিজস্ব সম্পত্তির জন্য লড়াই করছি। কিন্ত সেরাজুল হকের পরিবারের লোকজন বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাদের অত্যাচারের কারনে সন্তানদের নিয়ে অশান্তির মধ্যে জীবন যাপন করতে হচ্ছে। চলতি বছর ১৬ জানুয়ারি তারিখ রাতে সেরাজুল হক গংদের সন্ত্রাসী বাহিনীর লোকজন আমাদের ২৫ টি পরিবারের উপর হামলা করে। ওই হামলায় স্বপন ও মনোয়ারা বেগম গুরুতর আহত হয়। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের কাছে অনুরোধ করছি।

আরো পড়ুন