কুমিল্লায় ৪০ প্লাটুন বিজিবি মোতায়েন
ডেস্ক রিপোর্টঃ আগামী ৩১ মার্চ রোববার কুমিল্লা জেলার ৮ উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে ১০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ৪০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টা ৫০ মিনিটে ১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক আবু মোহাম্মদ মহিউদ্দিন এ কথা নিশ্চিত করেছেন।
বিজিবি কুমিল্লা জানান, ৫ম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ (৪র্থ পর্ব) সুষ্ঠুভাবে সম্পন্নের নিমিত্তে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুমিল্লা জেলার ০৮ টি উপজেলায় বিজিবি ৪০ প্লাটুন মোতায়েন করা হয়েছে। বিজিবি প্লাটুন সমূহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
বিজিবি কুমিল্লার অধিনায়ক আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সরকার কর্তৃক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক নির্বাচনী এলাকায় টহল পরিচালনা করা হবে বিজিবি।